অধ্যাপক আহাম্মেদ সাজ্জাদ রশীদ
মহাপরিচালক
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)
অধ্যাপক আহাম্মেদ সাজ্জাদ রশীদ বিসিএস (সাধারণ শিক্ষা) ৭ম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চাকুরি জীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে সুচারুরূপে দায়িত্ব পালন করেছেন। তিনি কবি নজরুল সরকারি কলেজ এবং ঢাকা কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২২ নভেম্বর ২০১৮ তারিখে নায়েমে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। তার পূর্বে তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকায় পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নায়েম কর্তৃক পরিচালিত বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াও তিনি বিপিএটিসি, সাভার ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।
জনাব আহাম্মেদ সাজ্জাদ রশীদ ব্রাম্মণবাড়িয়া শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ব্রাম্মণবাড়িয়া শহরের স্বনামধন্য চিকিৎসক ডাঃ আব্দুর রশীদ এবং মাতা মিসেস নাফিসা খাতুন একজন আদর্শ গৃহিনী। ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।